ঢাকা শনিবার, ০২ নভেম্বর, ২০২৪

ইসরাইলি গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৮:১৮ পিএম

ইসরাইলি গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা

ছবি, সংগৃহীত

ঢাকা: লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ দাবি করেছে, তারা শনিবার রাতে তেল আবিবের কাছে একটি ইসরাইলি গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত গ্রুপটি এক বিবৃতিতে জানায়, তারা স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে ‘তেল আবিবের শহরতলীতে ৮২০০ সামরিক গোয়েন্দা ইউনিটের গ্লিলট ঘাঁটিতে রকেট হামলা চালায়।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের আক্রমণের পর গাজা যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে প্রায় এক বছর ধরে আন্তঃসীমান্ত গুলি বিনিময় চলে। ২৩ সেপ্টেম্বর ইসরাইল হিজবুল্লাহ’র সাথে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে। হিজবুল্লাহ প্রায়ই ইসরাইলি ঘাঁটি বা ইসরাইলি ভূখণ্ডের শহুরে এলাকায় রকেট হামলা চালানোর দাবি করে আসছে। গ্রুপটি বেশ কয়েকবার গ্লিলটতে আঘাত করার দাবি করেছে।

এ প্রতিরোধ গ্রুপ আরো জানায়, তারা শনিবার সকালে ইসরাইলের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বিশেষ করে সাফেদ শহরে রকেট হামলা চালায়।

ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, লেবানন থেকে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেট হামলার প্রেক্ষিতে সাইরেন সক্রিয় করা হয়েছিল এবং চলমান ঘটনায় লেবাননের হামলার লক্ষ্যবস্তু নজরদারির মধ্যে ছিল। সূত্র, বাসস

আরবি/এস

Link copied!