ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

আরজি কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয়, রায় সোমবার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৬:২০ পিএম

আরজি কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয়, রায় সোমবার

ছবি: ইন্টারনেট

পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় আদালত রায় ঘোষণা করা হবে।

শনিবার (১৮ জানুয়ারি) শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস এ কথা জানান বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, আরজি করের চিকিৎসকের ধর্ষণ এবং খুন মামলায় বিচারপ্রক্রিয়া শুরু হয় গত বছরের ১১ নভেম্বর। ঘটনার ৫৯ দিনের মাথায় বিচারকাজ শুরু হয় এবং ১৬২ দিনের মাথায় রায় ঘোষণা করল আদালত।

এতে আরও বলা হয়েছে, আরজি করের ঘটনায় একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয়ের নাম করেছিল সিবিআই। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের পর মৃত্যু) এবং ১০৩ (১) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে ওই সিভিক ভলান্টিয়ারকে।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, নিহত চিকিৎসক ৮ আগস্ট পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার ডিউটিতে ছিলেন। ওইদিন রাতে সহকর্মীদের সঙ্গে খাবার খেয়ে তিনি পালমোনোলজি বিভাগের সেমিনার হলে বিশ্রাম নিতে যান। পরদিন সকালে তার জুনিয়র সহকর্মীরা সেই হলের ভেতরেই তার অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখেন।

নিহতের পরিবার জানায়, পুলিশ ও হাসপাতাল থেকে জানিয়েছিল তাদের মেয়ে ‘আত্মহত্যা’ করেছে। পরে তীব্র ক্ষোভের মুখে পুলিশ এই ঘটনায় খুন ও ধর্ষণের মামলা করে।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই সঞ্জয় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় সিবিআই। পরে ওই সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত দেখিয়ে আদালতে চার্জশিট দেয় সিবিআই।

রূপালী বাংলাদেশ

Link copied!