সৌদিতে পেশা ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে প্রাক-যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে ভারতীয়দের। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি সৌদিতে অবস্থিত ভারতীয় মিশনের বরাতে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকেই কার্যকর হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কাজের ভিসার ক্ষেত্রে পেশা যাচাইয়ের বিষয়টি অত্যাবশ্যকীয় করা হয়েছে।” অর্থাৎ ভিসা পাওয়ার আগে তাদের পেশাগত দক্ষতার প্রমাণ দিতে হবে।
জানা গেছে, সৌদিতে ভারতীয়দের সংখ্যা কমাতেই এই কঠোরতা। কারণ ভারত থেকে যেসব কর্মী সৌদি যান, তারা ততটা প্রশিক্ষিত থাকেন না। এক্ষেত্রে ভারতে পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবকেও দায়ী করা হয়।
আপনার মতামত লিখুন :