ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

গাজা-লেবাননে আগ্রাসন বন্ধের আহ্বান সৌদি যুবরাজের

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ১১:১৫ এএম

গাজা-লেবাননে আগ্রাসন বন্ধের আহ্বান সৌদি যুবরাজের

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় এবং লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার (১২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের এক যৌথ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেছেন যুবরাজ সালমান।

আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ আয়োজনে সোমবার এ সম্মেলন শুরুর আগে সালমান ফিলিস্তিন ও লেবাননের সাধারণ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল আগ্রাসন বন্ধের জন্য ইসরায়েলকে আহ্বান জানান যুবরাজ সালমান। সেইসঙ্গে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানান।  

এ ছাড়া ফিলিস্তিনিদের দুর্দশা তুলে ধরে আরব লিগের মহাসচিব আহমেদ আবৌল ঘেইত বলেন, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ইসরায়েলি সহিংসতা দেখেও বিশ্ব চোখ বন্ধ করে বসে থাকতে পারে না।

ইসরায়েলি সংঘাতের দিকে বিশ্ব চোখ বন্ধ করে থাকতে পারেনা বলে উল্লেখ করেন এই নেতা। সম্মেলনে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, তার দেশ নজিরবিহীন সংকটে এবং অস্তিত্ব রক্ষার হুমকিতে পড়েছে।

গতকালের সম্মেলনে উপস্থিত ছিলেন না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহামদ রেজা আরেফ হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যাকাণ্ডের নিন্দা জানান।

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। এ ছাড়া লেবাননেও হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। 

আরবি/এফআই

Link copied!