থার্টি ফার্স্টে মায়ের কাছে মদের খরচ চেয়েছিলেন এক যুবক। না দেওয়ায় এক অদ্ভুত কাণ্ড করে বসেন তিনি। প্রথমের বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়েন। এরপর ঝুলন্ত তারের ওপর গিয়ে দিয়েছেনন ঘুম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এমন ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের মান্যম জেলায়।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদনে বলা হয়, ওই যুবককে নামাতে পথচারি মানুষ ছুটে আসেন। অনেকবার অনুরোধের পর ওই যুবক শেষ পর্যন্ত নেমে আসেন।
এরইমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা এ ঘটনায় জননিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, মাতাল ওই যুবকের নাম কে ভেনকান্না। থার্টি ফার্স্টে মায়ের কাছ থেকে আরও মদ খাওয়ার খরচ চেয়েছিলেন তিনি। না দেওয়ায় বৈদ্যুতিক খুঁটির ওপর উঠে সেখানে থাকা তারের ওপর ঘুমিয়ে পড়েন তিনি।
আপনার মতামত লিখুন :