ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ১০:৫৪ এএম

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলি

ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে চিলিতে। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.১। তবে এতে তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের  খবর পাওয়া যায়নি।

দেশটির উত্তরাঞ্চলে স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) এই ভূমিকম্প আঘাত হানে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, চিলির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী আন্তোফাগাস্তায় বৃহস্পতিবার ৬.১ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০৪ কিলোমিটার গভীরে।

বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি হচ্ছে চিলি। দেশটির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া এলাকায় ১৯৬০ সালে ৯.৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নিহত হয়েছিল ছয় হাজারের মতো মানুষ।

এছাড়া গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও আরেক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল চিলিতে। দেশটির মাউলি এলাকায় অনুভূত সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২।

আরবি/এফআই

Link copied!