ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৮:০৩ পিএম

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

ছবি: সংগৃহীত

মেক্সিকোর উত্তরপশ্চিমাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) এই তথ্য নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কোলকম্যান ডি ভ্যাজকুয়েজ প্যালারেজ থেকে ৮ কিলোমিটার দূরে। এটি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত, যেখানে প্রায় ২০ হাজার মানুষের বসবাস।

জানা গেছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৮৬ দশমিক ২ কিলোমিটার।

মেক্সিকো পাঁচটি টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত, যার কারণে এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি, বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে।

১৯৮৫ সালে মেক্সিকোর প্যাসিফিক উপকূলে ৮ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যাতে হাজার হাজার মানুষ প্রাণ হারান, বিশেষ করে কেন্দ্রীয় এবং দক্ষিণ মেক্সিকোতে। এছাড়া ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে ৩৬৯ জন মারা যান, এবং তাদের মধ্যে অধিকাংশই মেক্সিকো সিটির বাসিন্দা ছিল।

আরবি/এফআই

Link copied!