ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৯:২৯ এএম

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

ছবি: সংগৃহীত

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬।  শুক্রবার (১৫ নভেম্বর) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির উপকূলীয় অঞ্চলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

অবশ্য ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পাপুয়া নিউ গিনির উপকূলে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে।

ইউএসজিএস এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপ দেশটির ইস্ট নিউ ব্রিটেন প্রদেশের রাজধানী কোকোপো শহর থেকে প্রায় ১১২ কিমি দূরে ভূপৃষ্ঠের ৫২.৪ কিলোমিটার (৩২.৫ মাইল) গভীরতায় ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে।

আরবি/জেআই

Link copied!