পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসীদের হামলায় ১৬ জন সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।
তারা জানিয়েছে, শনিবার (২১ ডিসেম্বর) রাতে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার মাকিন এলাকায় সন্ত্রাসীরা একটি নিরাপত্তা চৌকিতে হামলার চেষ্টা চালায়। সেনা সদস্যরা সাহসিকতার সঙ্গে ওই হামলা প্রতিহত করেন। সংঘর্ষে আট সন্ত্রাসী নিহত হয়। তবে তীব্র গোলাগুলির সময় ১৬ জন সেনা সদস্যও প্রাণ হারান।
তবে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে এবং হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :