ইঁদুরের কামড়ে দশ বছর বয়সী বালকের মৃত্যুর অভিযোগ উঠেছে সরকারি হাসপাতালে। ইঁদুর কামড়ে মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে রাজস্থানের হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, রোগী ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং মৃত্যু হয়েছে সেপ্টিসেমিয়া শক এবং সংক্রমণের জেরে।
১১ ডিসেম্বরে জ্বর ও নিউমোনিয়া আক্রান্ত ওই বালককে স্টেট ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্থানীয় দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, ভর্তি হওয়ার পরই বালকটিকে কাঁদতে দেখা যায়। পরিবারের সদস্যরা তার গায়ের কম্বলটি সরিয়ে দেখেন একটি পা থেকে রক্ত ঝরছে। ক্ষত দেখে তারা অভিযোগ তোলেন, তাকে ইঁদুরে কামড়েছে।
পরিবারের সদস্যরা কর্তব্যরত নার্সদের জানালে তারা প্রাথমিক চিকিৎসা দেন। এই বিষয়ে হাসপাতালের সুপার সন্দীপ জাসুজা জানান, রোগীর মৃত্যু ইঁদুরের কামড়ে হয়নি। তার জ্বর ও নিউমোনিয়া ছিল। বালকটি সংক্রমণ ও সেপ্টিসেমিয়া শকের কারণে মারা গিয়েছে।
ইঁদুরের কামড়ের অভিযোগ পাওয়ায় বালকের সেই সংক্রান্ত চিকিৎসাও করা হয়, জানিয়ে তিনি বেলেন হাসপাতাল চত্বর পরিষ্কার করতে নির্দেশও দেওয়া হয়েছে। ক্যানসার আক্রান্ত বালকের মৃত্যুর পর স্বাস্থ্য শিক্ষা সচিব রিপোর্ট তলব করেছেন।
আপনার মতামত লিখুন :