ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

বিশ্বের বৃহত্তম হিমশৈল গলে যাওয়ার শঙ্কায়

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ১১:০১ এএম

বিশ্বের বৃহত্তম হিমশৈল গলে যাওয়ার শঙ্কায়

ছবি, সংগৃহীত

সবচেয়ে বড় হিমশৈল সরে যাচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, এ২৩এ- বিশ্বের সবচেয়ে বড় হিমশৈলটি দক্ষিণ মহাসাগর এলাকা থেকে সরে অ্যান্টার্কটিকা মহাসাগরে প্রবেশ করবে। সেখানে উষ্ণ পানির সংস্পর্শে এসে হিমশৈলটি গলে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১৫ ডিসেম্বর) বিবিসির এক সংবাদে এ তথ্য উঠে আসে। এ২৩এ’র আয়তন ৩ হাজার ৮০০ বর্গকিলোমিটার, যা বৃহত্তর লন্ডনের দ্বিগুণেরও বেশি। পুরু ৪০০ মিটার বা ১ হাজার ৩১২ ফুট।

এই হিমশৈলটি ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যদিও দ্রুতই উপকূলের ঠিক কাছে আটকে যায়। সেখানেই আটকে ছিল ৩০ বছরের বেশি।

আরবি/এস

Link copied!