আবারও ভারতের দিল্লিতে একাধিক স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) এক ইমেইল বার্তায় এই হুমকি দেয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ এখনও সন্দেহজনক কিছু পায়নি। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইস্ট খালিশ দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মর্ডান স্কুল এবং ক্যামব্রিজ স্কুলসহ আরও একাধিক স্কুলকে বোমা হামলার হুমকি দেয়া হয়। এ ঘটনার পরই কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেয়। এছাড়া অভিভাবকদেরকে ছেলে মেয়েদের স্কুলে না পাঠাতে বার্তা পাঠানো হয়।
ইমেইলে পাঠানো ওই হুমকির বার্তা দেখেছে এনডিটিভি। যেখানে বলা হয়েছে, স্কুল চত্বরের একাধিক স্থানে বিস্ফোরক রয়েছে। ইমেইল পাঠানো ব্যক্তি জানিয়েছেন, সিক্রেট ডার্ক ওয়েব গ্রুপ এর সঙ্গে জড়িত।
ইমেইল বার্তায় বলা হয়, “আপনার সন্তান স্কুল চত্বরে প্রবেশ করার সময় স্কুল ব্যাগ তল্লাশি করা থেকে বিরত থাকুন। কারণ বোমা খুবই শক্তিশালী, যা ভবন ধ্বংস করতে সক্ষম এবং মানুষের জন্য ক্ষতিকর। ১৩ এবং ১৪ ডিসেম্বর স্কুলগুলোতে বোমা হামলার সম্ভবনা রয়েছে। এছাড়া ১৪ ডিসেম্বর অনেক স্কুলে অভিভাবক ও শিক্ষকদের সভা রয়েছে বলে এতে উল্লেখ রয়েছে। সুতরাং বোমা বিস্ফোরণের জন্য এটি একটি ভালো সুযোগ।” ওই ইমেইলে কর্তৃপক্ষের চাহিদা জানিয়ে উত্তর দিতে বলা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বোমা হামলার হুমকির পরই ফায়ার বিভাগ, পুলিশ এবং বোমা নিষ্ক্রিয় দল ও ডগ স্কয়ার্ড ঘটনা স্থলে গিয়ে তল্লাশি চালাচ্ছে। এছাড়া দিল্লি পুলিশ প্রকৃত অপরাধীকে ধরতে তদন্ত শুরু করেছে।
এর আগে গত ৯ ডিসেম্বর ৪০টি স্কুলে একই ধরনের বোমা হামলার হুমকি দেয় হয়। পরবর্তীতে পুলিশ জানায়, সেটি ভুয়া বোমা হামলার হুমকি ছিল।
আপনার মতামত লিখুন :