ঢাকা: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ্যপানে প্রাণহানি বেড়ে দায়িড়েছে ২৪। এই ঘটনায় আরও কয়েকজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যটির সারান ও সিওয়ান জেলায় বিষাক্ত মদ্যপানে প্রাণহানির এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতরা স্থানীয়ভাবে তৈরি মদ খেয়েছিল, যাতে ক্ষতিকারক রাসায়নিক ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (পিএমসিএইচ) ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে একজন তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এবং পরে রাতে তিনি মারা যান।
অন্যদিকে, সিওয়ানের সিভিল সার্জেন ডা. শ্রীনিবাস প্রসাদ জানিয়েছেন, দুই নারীসহ মোট ২৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি, আরও চারজনকে পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।
সারানের পুলিশ সুপার কুমার আশিস জানিয়েছেন, এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা গঠন করা হয়েছে। ইতিমধ্যেই মোট আটজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :