ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

এ বছর গুগলে সর্বাধিক খোঁজা হয়েছে ট্রাম্পকে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৩:১৯ পিএম

এ বছর গুগলে সর্বাধিক খোঁজা হয়েছে ট্রাম্পকে

ছবি: সংগৃহীত

চলতি বছর বৃহৎ সার্চ ইঞ্জিন গুগলের ব্যবহারকারীরা সবথেকে বেশি যে রাজনৈতিক ব্যক্তিত্বকে খুঁজেছেন তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। প্রতি বছর ‘গুগল ট্রেন্ডস’ নামে সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীদের সবথেকে বেশি বার সার্চ করা বিষয়ের ওপর প্রতিবেদন প্রকাশ করে গুগল।

বুধবার (১১ ডিসেম্বর) প্রকাশিত গুগল ট্রেন্ডস ২০২৪- এর প্রতিবেদন অনুযায়ী, এ বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সবথেকে বেশিবার সার্চ করা ব্যক্তিত্ব হলেন, গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে সবথেকে বেশিবার তাকে গুগলে সার্চ করেন ব্যবহারকারীরা।

ট্রাম্পের পাশাপাশি এই গুগল ট্রেন্ডসে এই তালিকার শীর্ষে পাঁচের বাকিরা হলেন, ওয়েলসের প্রিন্সেস ক্যাথেরিন, নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত প্রতিদ্বন্দ্বি কমলা হ্যারিস, অলিম্পিকে স্বর্ণজয়ী বক্সার ইমেন খলিফ (খেলোয়াড় ক্যাটেগরিতেও শীর্ষস্থানকারী) এবং আগামী জানুয়ারিতে বিদায় নিতে যাওয়া মার্কিন প্রেইডেন্ট জো বাইডেন।  

ট্রাম্প ছাড়াও গুগল ট্রেন্ডসে ব্যক্তির হিসেবে বিনোদন ক্যাটেগরিতে সার্চ করা ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন আমেরিকান কমেডিয়ান ও অভিনেতা কেট উইলিয়ামস। মিউজিশিয়ান ক্যাটেগরিতে এই তালিকায় শীর্ষে রয়েছেন আরেক মার্কিন র‍্যাপার শেন জন কমস, যিনি ডিডি নামেই অধিক পরিচিত। অন্যদিকে খেলাধূলা ক্যাটেগরিতে শীর্ষে রয়েছেন আলজেরিয়ান বক্সার ইমেন খলিফ।

আরবি/এফআই

Link copied!