ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪

ম্যাজিক সংখ্যা ছুঁতে ট্রাম্পের দরকার ৩

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০১:৩৩ পিএম

ম্যাজিক সংখ্যা ছুঁতে ট্রাম্পের দরকার ৩

ছবি, সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ পাওয়া ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৬৭ টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। আর প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট।

অর্থাৎ, ইলেকটোরাল কলেজ ভোটের হিসাবে কমলার চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। দুজনের মধ্যকার ব্যবধান ৫৩।

এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, ‍‍`ম্যাজিক‍‍` সংখ্যা (২৭০) স্পর্শ করতে ট্রাম্পের দরকার মাত্র ৩টি ইলেকটোরাল কলেজ ভোট। অন্যদিকে কমলার দরকার ৫৬ টি ইলেকটোরাল কলেজ ভোট।

এছাড়া যেসব গুরুত্বপূর্ণ সুইং রাজ্যের ফলাফল বাকি সেখানেও প্রাথমিক পূর্বাভাসে দেখা যাচ্ছে ট্রাম্প এগিয়ে আছেন।
এগুলো এমন কিছু এলাকা যেখানে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে হ্যারিস বা ট্রাম্প যে কেউই জিততে পারেন আর সম্ভবত এগুলোই নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে।

অপরদিকে মিশিগান রাজ্যে এগিয়ে রয়েছেন কমলা। তবে সেখানে এ পর্যন্ত মাত্র ৩২ শতাংশ ভোট গণনা হয়েছে। এছাড়া মেইন রাজ্যেও এগিয়ে আছেন কমলা। তবে সেখানে ইলেকটোরাল ভোট মাত্র তিনটি।

আরবি/এস

Link copied!