মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ তদারক অনুবিভাগের তিন সিনিয়র কূটনীতিককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদের মধ্যে বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাটও রয়েছেন। এছাড়া অন্য দুই কূটনীতিক হলেন- ডেরেক হোগান ও অ্যালাইনা টেপলিটজ। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সূত্র জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের গঠনের দায়িত্বে থাকা এজেন্সি রিভিউ টিম এই পদক্ষেপ নিয়েছে। দীর্ঘদিন ধরে এই তিন কর্মকর্তা ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় সরকারের অধীনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে অবহিত এক মার্কিন কর্মকর্তা জানান, এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করবে। যেসব কূটনীতিকের নাম উল্লেখ করা হয়েছে, তারা ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান প্রশাসনে কাজ করেছেন। সাধারণত প্রেসিডেন্ট পরিবর্তনের সময় কূটনীতিকরা পদত্যাগ করেন না, বরং তাদের পদে বহাল থাকে। ট্রাম্পের এই পদক্ষেপ তার রাজনৈতিক ক্যারিয়ারের অঙ্গ হিসেবে প্রশাসনিক স্তরে মৌলিক পরিবর্তনের প্রচেষ্টা বলে বিবেচিত হতে পারে।
তবে একটি প্রশ্নের জবাবে ট্রাম্পের টিম জানিয়েছে, এখন এমন কর্মকর্তাদের খুঁজে বের করার সময় এসেছে যারা সম্পূর্ণভাবে আমাদের দেশ এবং আমেরিকার জনগণের স্বার্থে কাজ করবে। যারা প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুসরণ করবে এবং আমাদের লক্ষ্য অর্জনে একনিষ্ঠভাবে কাজ করবে।
আপনার মতামত লিখুন :