ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

রাজবাড়ীর সেই ‘মানবিক ডিসি’ এবার নারায়ণগঞ্জে বদলি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৭:৩২ পিএম

রাজবাড়ীর সেই ‘মানবিক ডিসি’ এবার নারায়ণগঞ্জে বদলি

ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেলেন রাজবাড়ীর ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়।

গত বছরের ২ নভেম্বর জাহিদুল ইসলাম রাজবাড়ী জেলা প্রশাসক হিসাবে যোগ দান করেন। একই বছরের ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা এক প্রজ্ঞাপনে তাকে রাজবাড়ী জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছিল। যোগ দিয়েই দ্রুতই জনবান্ধব ডিসি হিসাবে সুনাম অর্জন করেন জাহিদুল ইসলাম।

ডিসি জাহিদুল ইসলাম হয়ে উঠেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজন এবং আহতদের একান্ত আস্থার ঠিকানা। তাঁদের সবার শেষ ভরসার স্থল হয়ে উঠেছিলেন এই জেলা প্রশাসক।

রাজবাড়ীতে শহীদের বাড়িতে বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের খোঁজ-খবর নেয়া শুরু করেন যোগ দেয়ার দু’দিনের মাথায়। আহতদের তাঁর অফিসে ডেকেও তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করেন।

ডিসি জাহিদুল ইসলাম দুস্থদের বাড়িতে বাড়িতে গভীর রাতে নিজে গিয়ে উপহার দেন শীতের কম্বল। ক্ষতিগ্রস্ত প্রায় চার হাজার পেঁয়াজ চাষিদের পাশে দাঁড়ান অতি দ্রুততার সাথে। জেলা কারাগারে বন্দীদের পুনর্বসনের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন জনবান্ধব এই কর্মকর্তা।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া এলাকায় অবস্থিত দেশের বৃহত্তম যৌন পল্লীর শিশুদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে বিশেষ ভূমিকা পালন করেও সবার নজড় কাড়েন।

সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) নামের একটি বেসরকারি এনজিও পরিচালিত স্কুলের কার্যক্রম ডিসেম্বর মাসে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল দাতা সংস্থা।

যৌন পল্লীর শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সংশ্লিষ্টদের মন্ত্রণালয় যোগাযোগ করে স্কুলের কার্যক্রম অব্যাহত রাখার ব্যবস্থা করেন সদা তৎপর এই সরকারি কর্মকর্তা।

আরবি/এইচএম

Link copied!