ঢাকা: ব্রাজিলের রাজধানীতে সুপ্রিম কোর্টের কাছে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় দেশটির রাজধানী ব্রাসিলিয়াতে এ ঘটনা ঘটে। সূত্র, বিবিসির
প্রতিবেদনে বলা হয়েছে, যে স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানে সুপ্রিম কোর্টের পাশাপাশি সংসদ এবং প্রেসিডেন্টের কার্যালয় অবস্থিত। ঘটনাস্থল থেকে সুপ্রিম কোর্ট মাত্র কয়েক ধাপ দূরে।
ব্রাসিলিয়ার ডেপুটি গভর্নর বলেন, এক ব্যক্তি আদালতে প্রবেশের চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয়। আর তখনই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ নিশ্চিত করেছে, তারা ভবনের বাইরে একটি লাশ পেয়েছে। তবে এখনো বিস্তারিত জানাতে পারেনি তারা।
সলিসিটর জেনারেল জর্জ মেসিয়াস বলেন, এটি একটি ইচ্ছাকৃত হামলা। বিস্ফোরণের সম্পূর্ণ তদন্ত করা হবে।
আপনার মতামত লিখুন :