ঢাকা মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

কানাডার ব্রিটিশ কলোম্বিয়ায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ১০:৩৪ এএম

কানাডার ব্রিটিশ কলোম্বিয়ায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প

ছবি: সংগৃহীত

কানাডার ব্রিটিশ কলোম্বিয়ায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় ব্রিটিশ কলোম্বিয়া রাজ্যের উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর এবিসি নিউজের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রোববার স্থানীয় সময় বেলা ৩টা ২০ মিনিটের দিকে প্রথমে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হাইদা গোয়াইয়ে। যেটি ভ্যাঙ্কুভার থেকে ১ হাজার ৭২০ কিলোমিটার দূরে।

কানাডার ন্যাচারাল রিসোর্স জানিয়েছে, প্রথম ভূমিকম্প আঘাত হানার এক ঘণ্টা পর ওই একই এলাকায় ৪.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন জাতীয় সুনামি কেন্দ্র ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি। জোড়া ভূমিকম্পের আঘাতে কোনো ক্ষয়ক্ষতির খবার পাওয়া যায়নি।

এর আগে ২০১৯ সালের জুলাই মাসে দেশটিতে ভূমিকম্প আঘাত হেনেছিল। ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী সেই ভূমিকম্পে উত্তরাঞ্চলীয় ভ্যাঙ্কুভার দ্বীপ ও আশপাশের এলাকা কেঁপে ওঠে।

আরবি/এফআই

Link copied!