সম্প্রতি তালেবান সরকারের নিযুক্ত কূটনীতিক মাওলাওয়ি বদরুদ্দিন হাক্কানিকে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত।
বৃহস্পতিবার (২২ আগস্ট) এ বিষয়টি নিশ্চিত করেছেন আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে আফগানিস্তানের রাষ্ট্রদূত মাওলাওয়ি বদরুদ্দিন হাক্কানিকে গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত। গত বছর থেকে দেশটির আবুধাবিতে কনস্যুলেট পরিচালনা করছে আফগানিস্তানের কূটনীতিকরা। তবে তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি ছিল না।
আমিরাতের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আফগানিস্তানের রাষ্ট্রদূতকে স্বীকৃতি দেয়ার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো। আফগানিস্তানের উন্নয়ন ও পুনর্গঠনে আমিরাত পাশে থাকবে।’
আপনার মতামত লিখুন :