যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তাকে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস।
সোমবার (৭ জানুয়ারি) সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, ৬ জানুয়ারি স্থানীয় সময় সকাল ১০টায় কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার পর এই অনুমোদন দেওয়া হয়। কংগ্রেসের এই স্বীকৃতির মাধ্যমে ট্রাম্প এবং তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে।
এর আগে, গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হন। আগামী ২০ জানুয়ারি তাকে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কথা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকার গঠনের আগে ট্রাম্প বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল- যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্ত বন্ধ করা এবং ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার সঙ্গে জড়িতদের ক্ষমা করা।
সিএনএনের প্রতিবেদনে আরও জানানো হয়, ২০২০ সালের নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে সশস্ত্র হামলা চালায়। এই ঘটনায় বেশ কিছু মানুষকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে, নির্বাচনের ফলাফল নিয়ে চার বছর আগে সংঘটিত হামলার পরও এবার শান্তিপূর্ণভাবে মার্কিন কংগ্রেস ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।
আপনার মতামত লিখুন :