ঢাকা: ইরানের হামলার প্রতিশোধ নিতে দেশটিতে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের অতিগোপন গোয়েন্দা নথি ফাঁস হয়েছে। ঘটনাটি সম্পর্কে জানে এমন তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে। যারমধ্যে একটি সূত্র বলেছে, নথিগুলো সঠিক। এতে অস্বস্তিতে পড়েছে ওয়াশিংটন।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান-সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেল নথিটি ফাঁস করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, নথি ফাঁসের ঘটনা খুবই উদ্বেগজনক।
শুক্রবার থেকে ‘মিডল ইস্ট স্টেকটেটর’ নামের একটি টেলিগ্রাম চ্যানেলে নথিগুলো প্রকাশ হতে শুরু করে। নথিগুলোতে টপ সিক্রেট চিহ্ন দেওয়া রয়েছে। চিহ্নগুলো এমনভাবে দেওয়া হয়েছে যা কেবল যুক্তরাষ্ট্র ও তার পাঁচ মিত্র দেশ; অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যই দেখে পারবে।
ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে জানা যায়, ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে। ইসরাইল কী ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে, সেই তথ্যও রয়েছে ওই নথিতে।
অন্য এক নথিতে বলা হয়েছে, ইসরাইলি হামলা পরিকল্পনার তথ্য সংগ্রহ করেছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাজেন্সি। সেখানে আকাশ থেকে ভূপৃষ্ঠে ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ ইসরাইলি বিমান বাহিনীর মহড়ার কথা বলা হয়েছে। ইরানে কীভাবে বিমান হামলা চালানো হবে, তা নিয়েই মূলত মহড়া হয়।
কীভাবে নথিগুলো ফাঁস হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এক মার্কিন কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :