ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ০৪:০০ পিএম

ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

সম্প্রতি ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির এফ-১৬ যুদ্ধবিমান দিয়েছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে একটি বিমান গত সোমবার বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। মার্কিন কর্মকর্তারা জানায়, বিমানটি রাশিয়ার হামলায় বিধ্বস্ত হয়নি।

রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে দেয়া এ ‍যুদ্ধবিমানটি কয়েক সপ্তাহ আগেই দিয়েছে যুক্তরাষ্ট্র। বিধ্বস্ত বিমানটি পাইলটের ভুলে মাটিতে আছড়ে পড়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা

তবে, ইউক্রেনের বিমানবাহিনী তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালাতে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে সেনাদের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সময় ইউক্রেনের সাহায্যে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ।

আরবি/জেআই

Link copied!