শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ০৭:০৭ পিএম

পান্নুন হত্যার ছক

সাবেক ‘র’ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনল যুক্তরাষ্ট্র

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ০৭:০৭ পিএম

সাবেক ‘র’ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনল যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র প্রবাসী খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যা চেষ্টার ঘটনায় সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার দিকে আঙুল তুলল মার্কিন প্রশাসন।

যুক্তরাষ্ট্র বলছে, পান্নুনকে হত্যার যে ছক কষা হয়েছিল, তাতে সামিল ছিলেন ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং)-এর সাবেক কর্মকর্তা বিকাশ যাদব ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এই বিকাশ যাদবের বিরুদ্ধে ‘খুনের জন্য লোক ভাড়া করা এবং অর্থ পাচারের’ অভিযোগ এনেছে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নির কার্যালয়।

যাদবকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র এই প্রথম একজন ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার ঘটনায় সরাসরি ভারত সরকারকে জড়াল। ভারত সরকার বলেছে, যুক্তরাষ্ট্রের চলমান তদন্তে তারা সহযোগিতা করছে। যাদবের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তারা এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

এবছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র পান্নুন হত্যাচেষ্টা মামলায় নিখিল গুপ্তা নামে এক ভারতীয়কেও অভিযুক্ত করেছিল। গুপ্তাকে প্রাগের একটি কারাগার থেকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়। এখন তিনি যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি।

গুরপতবন্ত সিং পান্নুন-এর যুক্তরাষ্ট্র এবং কানাডা দুই দেশের নাগরিকত্ব রয়েছে। গতবছর মার্কিন গোয়েন্দারা পান্নুনকে হত্যার চক্রান্তের একটি নথি প্রকাশ করে। ২০২৩ সালের নভেম্বর মাসে জো বাইডেন প্রশাসন দাবি করে, শিখ বিচ্ছিন্নতাবাদী এই নেতাকে হত্যার ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। তাকে হত্যার চেষ্টার জন্য ওয়াশিংটন ভারতীয় এজেন্টদের অভিযুক্ত করে।

গুরপতবন্ত সিং পান্নুন ভারতে নিষিদ্ধ খলিস্তানপন্থি সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর নেতা। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য-সহ কয়েকটি দেশে সক্রিয় রয়েছে এসএফজে। ভারতের পাঞ্জাবে ‘স্বাধীন ও সার্বভৌম’ খালিস্তান রাষ্ট্র গড়ার দাবি তুলেছে তারা। পান্নুনকে ২০২০ সালে ‍‍`জঙ্গি‍‍` ঘোষণা করেছে ভারত।

যুক্তরাষ্ট্রের মাটিতেই পান্নুনকে হত্যার ছক করা হয়েছিল বলে মার্কিন প্রশাসন অভিযোগ তোলার পর বিষয়টি তদন্ত করে দেখার জন্য একটি কমিটি গঠন করে ভারত। এই তদন্তের কাজেই দুই ভারতীয় কর্মকর্তা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে যান।

ওই বৈঠকের ৪৮ ঘণ্টা পরেই সাবেক ‘র’ কর্মকর্তার বিরুদ্ধে পান্নুনকে খুনের চক্রান্তে সামিল থাকার অভিযোগ আনল যুক্তরাষ্ট্র।

বিবিসি জানায়, বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অভিযোগনামায় ‘সিসি-১’ হিসাবে উল্লিখিত ওই ব্যক্তি এখন আর ভারত সরকারের হয়ে কাজ করেন না।

তবে জয়সওয়াল নির্দিষ্ট কোনও নাম উল্লেখ করেননি। ফলে তিনি যাদবের কথাই বলতে চেয়েছেন কিনা তা স্পষ্ট হয়নি। তবে ‘সিসি-১’ নামে উল্লিখিত ব্যক্তি যাদবই হতে পারেন বলে ব্যাপাকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযোগনামায় বলা হয়েছে, পান্নুনকে হত্যাচেষ্টার চক্রান্তের হোতা ছিলেন বিকাশ যাদব। তিনি এ হত্যাকাণ্ড বাস্তবায়ন করতে ২০২৩ সালের মে মাসে নিখিল গুপ্তাকে নিয়োগ করেন। ভারতে গুপ্তার বিরুদ্ধে একটি মামলা তুলে নেওয়ার বিনিময়ে তাকে একাজে নিযুক্ত করা হয়।

২০২৩ সালের জুনের দিকে হত্যা চক্রান্ত বাস্তবায়ন করতে পান্নুন সম্পর্কে ব্যক্তিগত কিছু তথ্য নিখিল গুপ্তাকে দিয়েছিলেন যাদব। এর মধ্যে ছিল নিউ ইয়র্কে পান্নুনের বাড়ির ঠিকানা, ফোন নাম্বার এবং প্রতিদিন তিনি কি কি করেন সে সম্পর্কিত তথ্য।

কানাডায় আরেক খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় সেদেশের ভারতীয় দূতাবাসের যোগ থাকার অভিযোগ ঘিরে কূটনৈতিক বিবাদ এমনিতেই চরমে রয়েছে। দুই দেশই একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছে।

এমন পরিস্থিতি মধ্যে যুক্তরাষ্ট্র সাবেক ‘র’ কর্মকর্তা যাদবের বিরুদ্ধে পান্নুন হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগ এনে ভারতের অস্বস্তি আরও বাড়াল।

আরবি/ এইচএম

Link copied!