ইংরেজি নববর্ষ-২০২৫ উদযাপনের সময় যুক্তরাষ্ট্রে নিউ অরলিন্স শহরে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারীও। তার ছবি প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই।
বুধবার (১ জানুয়ারি) লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে এ হতাহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। ময়নাতদন্ত শেষ করতে কয়েক দিন সময় লাগবে। নিহতদের নিকটাত্মীয়দের সঙ্গে কথা বলে তাদের পরিচয় প্রকাশ করা হবে।
এর আগে বুধবার দিবারাত ৩টায় ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে দেয় এক ব্যক্তি। এতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (বোমা) উদ্ধার করা হয়েছে। এর কার্যকারিতা দেখা হচ্ছে বলে তারা জানিয়েছে।
আপনার মতামত লিখুন :