ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

টিউলিপকে নিয়ে যা বললেন ইলন মাস্ক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০২:০৫ পিএম

টিউলিপকে নিয়ে যা বললেন ইলন মাস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর এবার মার্কিন ধনকুবের ইলন মাস্ক তার প্রতি হতাশা জানিয়েছেন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া এক্সে মন্তব্য করেন ইলন মাস্ক।

তার মতে, “শিশুকল্যাণের দায়িত্বে থাকা লেবার মন্ত্রী দুর্নীতিবাজদের রক্ষা করছেন। তাদের দুর্নীতিবিরোধী মন্ত্রী আজ নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।”

এদিকে, টিউলিপ সিদ্দিক সব অভিযোগ অস্বীকার করেছেন এবং জানিয়েছেন যে, সরকারের বিভ্রান্তি এড়াতে তিনি পদত্যাগ করেছেন। তবে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে, বিশেষ করে বাংলাদেশি অবকাঠামো প্রকল্পে অস্বচ্ছ আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার দ্রুত পদত্যাগী টিউলিপ সিদ্দিকের জায়গায় এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন।

ইলন মাস্কের মন্তব্যে টিউলিপের প্রতি হতাশা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, বিশেষত যখন তিনি শিশুকল্যাণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এমন অনিয়মের সঙ্গে যুক্ত হয়েছেন।

আরবি/এফআই

Link copied!