ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪, ০৪:৫৬ পিএম

সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা। থাইল্যান্ডের ‘ফেউ থাই পার্টি’ দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে পেতংতার্ন সিনাওয়াত্রাকে বেছে নিয়েছেন। দেশটির দায়িত্ব নিতে আইনপ্রণেতাদের যে পর্যাপ্ত সমর্থন সেটি পেয়েছেন তিনি।

পেতংতার্ন সিনাওয়াত্রা

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার দেশটির রাজধানী ব্যাংককে এক সংবাদ সম্মেলনে ফেউ থাই পার্টির সাধারণ সম্পাদক সারোওং থিয়েনথং দলের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে পেতংতার্নের নাম ঘোষণা করেন। শুক্রবার দেশটির পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হবে।

পেতংতার্ন সিনাওয়াত্রা

পেতংতার্ন বলেন, ‘দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে আমাদের দল ও জোটের শরিকেরা নেতৃত্ব দেবে, এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’

পেতংতার্ন সিনাওয়াত্রা

এর আগে বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে পদচ্যুত করেন দেশটির সাংবিধানিক আদালত। রায়ে থাভিসিনের মন্ত্রিসভাও ভেঙে দেওয়ার আদেশ দেওয়া হয়। এর পরদিনই আজ ফেউ থাই পার্টি প্রধানমন্ত্রী পদে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল।

আরবি/জেআই

Link copied!