ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০২:১১ এএম

ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত

ছবি: ইন্টারনেট

ঢাকা: ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, বুধবার বিকালে ওলাইতা সোডো থেকে দাওরো জোনগামী একটি বাস উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর ইউএনবির।

পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইথিওপিয়ায় মাথাপিছু গাড়ির মালিকানার হার কম হওয়া সত্ত্বেও খারাপ রাস্তা, বেপরোয়া গাড়ি চালানো, ত্রুটিপূর্ণ ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কারণে এবং সুরক্ষা বিধিমালার প্রয়োগ ঠিকমতো না হওয়ায় প্রায়শই এমন সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। 

রূপালী বাংলাদেশ

Link copied!