ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

এবার ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে ইনডোরে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৮:২১ এএম

এবার ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে ইনডোরে

ছবি: ডোনাল্ড ট্রাম্প

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে ক্যাপিটল বিল্ডিংয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এবারে রুদ্ধদ্বার শপথ গ্রহণ হবে ট্রাম্পের। ক্যাপিটলের উদ্যানে নয়, বর ভবনের কক্ষে হবে শপথ গ্রহণ ও অন্যান্য বক্তৃতা পেশের কর্মসূচি।

আগামী সপ্তাহে ওয়াশিংটনে তীব্র ঠান্ডা পড়ার পূর্বাভাস রয়েছে। যা সত্যিই বিপজ্জনক। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শপথ গ্রহণের অনুষ্ঠানের কুচকাওয়াজও ক্যাপিটলের ভেতরে করা হবে বলে জানা গেছে। এর আগে এরকমই প্রবল ঠান্ডার কারণে ৪০ বছর আগে শেষবার ১৯৮৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন রোনাল্ড রিগ্যান।

নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে আসা জনতাকে কোনোভাবেই তিনি কষ্ট পেতে দেখতে চান না। কিংবা তারা আহত হোক তাও তিনি কামনা করেন না। শত শত আইনপ্রণেতারা থেকে শুরু করে ফার্স্ট রেসপন্ডার্স, পুলিশ, ঘোড়া ও হাজার হাজার সমর্থকদের বাইরে থাকা সত্যিই বিপজ্জনক।

তবে কেউ যদিও অনুষ্ঠানে এরপরেও আসতে চান, অবশ্যই ভালো গরমের পোশাক পরে আসার অনুরোধ জানিয়েছেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট। তবে ক্যাপিটল বিল্ডিং চত্বরে শপথ গ্রহণ অনুষ্ঠানের লাইভ সম্প্রচারও করা হবে সেদিন।

সাধারণত প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আগামী সোমবারেও ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জন রবার্টস। এর আগেও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার সময় তিনিই শপথ বাক্য পাঠ করিয়েছিলেন।

সোমবার প্রবল শীতের পূর্বাভাস রয়েছে ওয়াশিংটন ডিসিতে। মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, ঘণ্টায় গড়ে ১০ থেকে ২০ মাইল বেগে বাতাস বইতে পারে সেদিন। ওই বাতাসের জেরে অনেকে অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই রুদ্ধদ্বার শপথ গ্রহণে সকলেই সুরক্ষিত থাকবেন বলে জানান ট্রাম্প।

রূপালী বাংলাদেশ

Link copied!