ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

কাশ্মিরের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানের সমর্থন

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ১১:২৬ পিএম

কাশ্মিরের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানের সমর্থন

ছবি: ইন্টারনেট

ঢাকা: ভারত শাসিত কাশ্মিরের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তান আবারও সমর্থন পুনর্ব্যক্ত করেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী।

রোববার (২৭ অক্টোবর) ‘কাশ্মির ব্ল্যাক ডে’ উপলক্ষে জারদারি বলেন, ভারতের অবৈধ অধিকারে কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছেন।

শাহবাজ শরিফ বলেন, ৭৭ বছর আগে এই দিনে ভারতীয় বাহিনী শ্রীনগরে অবতরণ করেছিল এবং তখন থেকেই কাশ্মিরিদের বৈধ আকাঙ্ক্ষা দমন করা হচ্ছে। কাশ্মিরি জনগণের প্রতি পূর্ণ নৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতীয় নৃশংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নজর দিতে এবং জাতিসংঘের রেজুলেশন বাস্তবায়নে আহ্বান জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!