ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
বাইডেন-ট্রাম্প বৈঠক

ক্ষমতা হস্তান্তর ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৯:৩৯ এএম

ক্ষমতা হস্তান্তর ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

ছবি: ইন্টারনেট

ঢাকা: যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে হোয়াইট হাউজে। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে বুধবার (১৩ নভেম্বর) সকালে ওভাল অফিসে মুখোমুখি হন তারা। বৈঠকের শুরুতে করমর্দন করে একে অপরকে স্বাগত জানান।

বৈঠকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, ইউক্রেন পরিস্থিতি, এবং দেশের অভ্যন্তরীণ কিছু ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। প্রেসিডেন্ট বাইডেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং দেশের বৃহত্তর স্বার্থে উভয়ের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, "দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অটুট রাখাই আমাদের লক্ষ্য।"

তবে এটি উল্লেখযোগ্য যে, এর আগে ২০২০ সালের নির্বাচনের পর সরাসরি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় ট্রাম্প-বাইডেন বৈঠক হয়নি। বাইডেন এবং ট্রাম্পের মধ্যে এই বৈঠক রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতের রাজনৈতিক পরিবেশ এবং পারস্পরিক সহযোগিতার একটি ইতিবাচক বার্তা প্রদান করতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!