ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি ছোট্ট গ্রামে, যা তার পূর্বপুরুষদের আদি নিবাস হিসেবে পরিচিত। মার্কিন নির্বাচন নিয়ে ভারতের এই গ্রামে রয়েছে ব্যাপক আগ্রহ, যেখানে মন্দিরে হ্যারিসের জয়ের জন্য বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে।
থুলাসেন্দ্রাপুরম নামক এই গ্রামে জন্ম নিয়েছিলেন কমলার নানা পি ভি গোপালন, যিনি পরবর্তীতে পরিবারসহ চেন্নাইয়ে চলে যান এবং উচ্চ সরকারি পদে দায়িত্ব পালন করেন। এ কারণে, ওয়াশিংটন থেকে প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরে অবস্থিত হলেও, গ্রামের মানুষজন মার্কিন নির্বাচনের ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
স্থানীয় দোকানী জি মানিকান্দন রয়টার্সকে জানান, মঙ্গলবার (৫ই নভেম্বর) সকালে গ্রামের মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এমনকি কমলা হ্যারিস নির্বাচনে জয়লাভ করলে উদযাপনের বিশেষ প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানান তিনি। গ্রামটির হিন্দু মন্দিরে একটি পাথরে খোদাই করে রাখা হয়েছে কমলা এবং তার নানার নাম, এবং মন্দিরের বাইরের একটি ব্যানারে কমলাকে "এই ভূমির কন্যাসন্তান" হিসেবে উল্লেখ করে তার প্রতি শুভকামনা জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির জয়ের জন্যও এই গ্রামে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছিল। সেই সময় ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের শপথ গ্রহণ উপলক্ষ্যে গ্রামবাসী আতশবাজি পুড়িয়ে এবং খাবার বিতরণ করে উদযাপন করেছিল। এবারের নির্বাচনে কমলার সম্ভাব্য জয়ের জন্যও তারা একইভাবে উদযাপনের অপেক্ষায় রয়েছেন।
আপনার মতামত লিখুন :