ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব পড়বে না: ইরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ১২:০০ এএম

পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব পড়বে না: ইরান

ছবি: ইন্টারনেট

ঢাকা: মধ্যপ্রাচ্যের দেশ ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে যেই ক্ষমতায় আসুন না কেন, তাদের পররাষ্ট্রনীতিতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না। বুধবার (৬ নভেম্বর) তুর্কি বার্তাসংস্থা আনাদোলু প্রকাশিত এক প্রতিবেদনে ইরানের সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়।

ইরানের সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, "ইরানের পররাষ্ট্রনীতি আগের মতোই অবিচল থাকবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আমাদের কোনো বড় গুরুত্ব বহন করে না, কারণ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিবর্তন হলেও আমাদের মূল নীতিতে কোনো প্রভাব পড়বে না।"

এটি উল্লেখযোগ্য, কারণ ট্রাম্প ইরানের প্রতি কঠোর অবস্থান নিয়েছিলেন এবং ২০১৮ সালে একতরফাভাবে ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসেন, যা দু’দেশের সম্পর্কে আরও উত্তেজনা সৃষ্টি করেছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!