ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
মার্কিন পররাষ্ট্র দফতর

বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতাকে যেন সম্মান করা হয়

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৯:৩৩ এএম

বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতাকে যেন সম্মান করা হয়

ছবি: বেদান্ত প্যাটেল

ঢাকা: যুক্তরাষ্ট্র বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা ও অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়েছে। ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, সব সাংবাদিকের স্বাধীনভাবে কাজ করার অধিকারকে সম্মান জানানো উচিত। 

সম্প্রতি বাংলাদেশে ১৮৪ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা গুরুত্বপূর্ণ এবং তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া, ঢাকায় ১০ নভেম্বর আওয়ামী লীগের সমাবেশে বাধা দেওয়ার বিষয়েও প্রশ্ন করা হলে প্যাটেল জানান, যুক্তরাষ্ট্র মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারে সমর্থন করে।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য এই স্বাধীনতাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উন্নয়নে এসব অধিকার রক্ষা করা জরুরি।

রূপালী বাংলাদেশ

Link copied!