ঢাকা: ইংল্যান্ড ও ওয়েলসে পুলিশ ব্যবস্থার ওপর জনসাধারণের আস্থা পুনরুদ্ধারে গত এক বছরে প্রায় ৬০০ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) প্রকাশিত ব্রিটিশ পুলিশের নিয়ন্ত্রক সংস্থা পুলিশ কলেজের তথ্য অনুযায়ী, গত ৩১ মার্চ পর্যন্ত ৫৯৩ জন পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করে পুনরায় কাজে ফেরার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ইংল্যান্ড ও ওয়েলসের ৪৩টি পুলিশ বাহিনীর পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের তুলনায় বরখাস্তের হার ৫০ শতাংশের বেশি বেড়েছে। বরখাস্তকৃত কর্মকর্তাদের মধ্যে ৭৪ জনকে যৌন অপরাধ ও অসদাচরণের জন্য এবং ১৮ জনকে শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধের কারণে চাকরিচ্যুত করা হয়েছে।
পুলিশ কলেজের পরিচালন মানদণ্ডের পরিচালক সহকারী প্রধান কনস্টেবল টম হার্ডিং বলেন, বরখাস্তকৃত কর্মকর্তাদের আচরণ অত্যন্ত হতাশাজনক ছিল। তবে এই বরখাস্তের সংখ্যা থেকে প্রমাণিত হয় যে, ব্রিটিশ পুলিশ কর্মকর্তারা নিজেদের শুদ্ধিকরণের জন্য কার্যকর ও কঠোর পদক্ষেপ নিচ্ছেন। জনসাধারণের আস্থা পুনরুদ্ধারে পুলিশের এই ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :