ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ছাত্র-জনতার আন্দোলন

শহীদ আয়াতুল্লাহর বাড়ির সামনে ঝুলন্ত মদের বোতল

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৩:২৯ পিএম

শহীদ আয়াতুল্লাহর বাড়ির সামনে ঝুলন্ত মদের বোতল

ছবি: রূপালী বাংলাদেশ

সুনামগনঞ্জের মধ্যনগরে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আয়াতুল্লাহর মদ খেয়ে বাড়ির আঙ্গিনায় গাছের সাথে মদের বোতল বেঁধে রেখেছে দুর্বৃত্তরা।

গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নিহত মধ্যনগর উপজেলার চামারদানি ইউনিয়নের জলুশা গ্রামের শহীদ আয়াতুল্লাহর বাড়ীর সামনে 
দূর্বত্তরা সম্ভবত মঙ্গলবার রাতে মদ খেয়ে গাছের সাথে মদের বোতল বেঁধে রেখে যায়।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে গ্রামের লোকজনের দৃষ্টি গোচর হলে তাতক্ষণাৎ মধ্য নগর থানাকে অবহিত করা হয়। আয়াতুল্লাহর পিতাসহ এলাকার লোকজন গভীর দুঃখ প্রকাশ করেন এবং সু্পষ্ট তদন্তের মাধ্যমে প্রশাসনের নিকট সুবিচার দাবি করেন।

মধ্যনগর থানা অফিসার ইনচার্জ সজীব রহমান বলেন, ঘটনাটি অপ্রত্যাশিত। এ ব্যাপারে তদন্ত চলমান, রয়েছে। আশা করছি অপরাধিদের অতিশীগ্রই আমরা আইনের আওতায় এনে বিচারের ব্যাবস্থা গ্রহন করতে পারব।

আরবি/জেআই

Link copied!