ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের ভোট প্রদান করেছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১০টার পর ফ্লোরিডার পাম বিচে ম্যান্ডেল রিক্রিয়েশন সেন্টারে তিনি ও তার স্ত্রী মেলানিয়া ভোট দেন বলে জানিয়েছে রয়টার্স।
ভোট প্রদান শেষে ট্রাম্প গণমাধ্যমকে বলেন, "আমি খুব আত্মবিশ্বাসী। রিপাবলিকানরা তাদের শক্তি দেখিয়েছে।" ভোটকেন্দ্রে লম্বা লাইন দেখে তিনি সম্মানিত বোধ করছেন বলেও জানান।
অন্যদিকে, ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস আগেই ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে ভোট দিয়েছেন।
মঙ্গলবার ভোর ৫টা থেকে ভারমন্টসহ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং সুইং স্টেটগুলোতে ভোটগ্রহণ চলছে। এবার ২৪ কোটি ৪০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে ৮ কোটি ২০ লাখের বেশি আগাম ভোট দিয়েছেন, যা থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
আপনার মতামত লিখুন :