ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

সাত সুইং স্টেটের ৪টিতে এগিয়ে ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৯:২২ এএম

সাত সুইং স্টেটের ৪টিতে এগিয়ে ট্রাম্প

ছবি: ইন্টারনেট

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সুইং স্টেটগুলোর ফলাফল নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্প চারটি এবং কমলা হ্যারিস তিনটি রাজ্যে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন বলে জানিয়েছে বিবিসি । সুইং স্টেটগুলো সাধারণত নির্বাচনে বিজয়ী নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এই রাজ্যগুলোর ইলেক্টোরাল ভোটের হিসাব খুবই গুরুত্বপূর্ণ।

বর্তমানে ট্রাম্প নেভাদা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, এবং অ্যারিজোনায় এগিয়ে আছেন, যেখানে কমলা হ্যারিস মিশিগান, উইসকনসিন, এবং পেনসিলভানিয়াতে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

এই সাতটি সুইং স্টেটের মোট ৯৩টি ইলেক্টোরাল ভোট রয়েছে, এবং ২৭০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করার জন্য এই রাজ্যগুলোতে জয় অর্জন প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেনসিলভানিয়াকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এটি বৃহৎ ইলেক্টোরাল ভোটের জন্য নির্বাচনী "যুদ্ধক্ষেত্র" হিসেবে চিহ্নিত।

এ বছর ফলাফল দ্রুত পাওয়া যাবে বলে কেউ কেউ আশা করলেও, নির্দিষ্ট ফলাফল জানতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনও লাগতে পারে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১১টার মধ্যে প্রায় সব রাজ্যের ভোটগ্রহণ শেষ হবে, তবে আলাস্কা ও হাওয়াইয়ের সময় কিছুটা ভিন্ন।

রূপালী বাংলাদেশ

Link copied!