সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪, ০২:০৬ পিএম

অনলাইন সংস্করণ

আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

ছবি: রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার সদর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (২৮ এপ্রিল) সকাল ৮টায় আলিপুর ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রে ৭২টি বুথে এই ভোটগ্রহন শুরু হয় যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, জেলা বিএনপির সদ্য বহিস্কৃত যুগ্ম-আহবায়ক আব্দুর রউফসহ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯জন ও সাধারণ সদস্য পদে ৩৮জন প্রার্থী প্রতিদ্বতা করছেন। এই নির্বাচনে ২৫হাজার ১১৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ূন কবির জানান, সকাল ৮ টা থেকে সদর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোথায় কোন অপৃতিকর ঘনটনার খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ১০ টি কেন্দ্রের পুলিশ আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এছাড়াও  ৪টি মোবাইল টিম,স্ট্রাকিং ফোস বিজিবি,র‌্যাব সর্বক্ষনিক দায়িত্ব পালন করছে।

মন্তব্য করুন