ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪, ০২:০৯ পিএম

অনলাইন সংস্করণ

ঝিনাইদহে শান্তি পূর্ণভাবে চলছে উপ-নির্বাচনের ভোট গ্রহন

ছবি: রূপালী বাংলাদেশ

উৎসবমুখর ও শান্ত পরিবেশেই ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয় এবং ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদান করছেন। তীব্র রোদ আর গরমকে উপেক্ষা করেই তারা পছন্দ মতো প্রার্থীকে বিজয়ী করতে এসেছে ভোট কেন্দ্রে। আইনশৃঙ্খলা রক্ষায় কর্মরত আছে পুলিশ, ম্যাজিস্ট্রেটহ আনসার সদস্যরা।

কোটচাদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রফুল্লাত রূপালী বাংলাদেশকে জানান, ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১০টি কেন্দ্রের ৫২টি বুথে মোট ২০ হাজার ৮৯জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। গত ২১ জানুয়ারি চেয়ারম্যান শাহজাহান আলী মারা যাওয়ার পর চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।

মন্তব্য করুন