বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪, ০৪:১৫ পিএম

অনলাইন সংস্করণ

বাগেরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ছবি: রূপালী বাংলাদেশ

স্মার্ট লি্গ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪।

রােববার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহা. খালিদ হোসেন বেলুন ও কবুতর উড়িয়ে এর শুভ উদ্ধোধন করেন। পরে আদালতের প্রধান ফটক থেকে একটি র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আদালত চত্বরে শেষ হয়। র‌্যালি শেষে জেলা আইনজীবি সমিতির সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঈন উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. ওসমান গনি, পুলিশ সুপার আবুল হাসনাত খান, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা এসময়ে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন