ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ৯ মে, ২০২৪, ০৪:৩২ পিএম

অনলাইন সংস্করণ

হালুয়াঘাটে বহিস্কৃত বিএনপি নেতা আব্দুল হামিদ বিজয়ী, ধোবাউড়ায় ডেভিট

ছবি: রূপালী বাংলাদেশ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে অনুষ্ঠিত হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য (সদ্য বহিষ্কৃত) মোহাম্মদ আব্দুল হামিদ বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা শেখ রাসেল মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির ময়মনসিংহ (উত্তর) জেলা মহিলা দলের সহ সভাপতি সদ্য বহিষ্কৃত নেত্রী মনোয়ারা খাতুন ময়না বিজয়ী হয়েছেন।

বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আনারস প্রতীক নিয়ে মোহাম্মদ আব্দুল হামিদ পেয়েছেন ৩৪১৮৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন পেয়েছেন ২৮০৭৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে শেখ রাসেল তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৫৮৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম কাজল সরকার টিয়াপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ২০৬০২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ মনোয়ারা খাতুন ময়না হাঁস প্রতীক নিয়ে ৩১৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ সুমি আক্তার সেলাই মেশিন প্রতীক নিয়ে পেয়েছেন ৩০১১৩ ভোট ।

বুধবার (৮ মে) উপজেলার মোট ৯৪ টি কেন্দ্রে সকাল ৮ টা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম।

কড়ইতলী কোল এন্ড কোক এসোসিয়েশনের সভাপতি ও ১ নং ভূবনকুড়া ইউপি চেয়ারম্যান এম সুরুজ মিয়া জানান, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ ভোটারগণ কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকায় ভোট কেন্দ্রে আসেনি।
ময়মনসিংহ-১ আসনের সাংসদ মাহমুদুল হক সায়েম বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়ার মানুষের মধ্যে গণতন্ত্র চর্চা আছে। গণমানুষের ভোটে একটি চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিকে একইদিনে অনুষ্ঠিত ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ২৮৬৩৫ ভোট পেয়ে ২য় বারের মত বিজয়ী হয়েছেন ডেভিট রানা চিসিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান আকন্দ সাগর ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেনে ২১৩৪৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম সুজন মাইক প্রতীক নিয়ে ২৫৩৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী আজহারুল ইসলাম খায়রুল চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২০২৩৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী মোছাঃ স্বপ্না আক্তার পেয়েছেন ৩৬১০২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিলকিছ সুলতানা পেয়েছেন ২৬২১৬ ভোট।

মন্তব্য করুন