ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১০ মে, ২০২৪, ০৮:২৮ পিএম

অনলাইন সংস্করণ

ভাঙ্গায় ধান কাটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২৫

ছবি সংগৃহীত

আজ উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে ধান কাটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষেে অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের গোপীনাথপুর এলাকার সাইমুন শেখ ও সিরাজ মিয়ার ফসলি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরপরে ঐ জমিতে সিরাজ মিয়া ধান রোপন করে। গত (১ মে) বুধবার সেই ধান ক্ষেতের ১৪ শতাংশ ধান সাইমুন সেকের লোকজন কেটে নেয়। এরপর সিরাজ ভাঙ্গা থানায় মামলা করলে সাইমুন শেখের লোকজন জামিনে বেরিয়ে  আসে। এর পরেই গতকাল রাতে দুই গ্রুপ সংঘর্ষের প্রস্তুতি নেয় । পরবর্তীতে ভাঙ্গা থানা পুলিশ এসে দুই গ্রুপের লোকজন কে সংঘর্ষ থেকে নিবৃত্ত করলেও আজ পূনরায় তারা সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় দুই গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে  দুই গ্রুপের ২৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

মন্তব্য করুন