বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৪, ১০:২৯ পিএম

অনলাইন সংস্করণ

অমিতাভ বচ্চন হাসপাতালে

অমিতাভ বচ্চন

বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুপারস্টারের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) ভোরের দিকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অভিনেতার শারীরিক অসুস্থতা শুরু থেকেই গোপন রাখা হয়েছিল।

ভারতীয় একাধিক প্রতিবেদন অনুসারে, কড়া নিরাপত্তার মধ্যে সকালে বিগ বি-কে হাসপাতালে আনা হয়। আজ সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টও করেন অভিনেতা। যেখানে তিনি লেখেন, আপনাদের প্রতি সর্বদা কৃতজ্ঞ। কিন্তু অভিনেতার এই পোস্টের বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।

এ বিষয়ে এখন পর্যন্ত বচ্চন পরিবারের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

২০২৩ সালের মার্চ মাসে হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’ সিনেমার শ্যুটিংয়ে পাঁজরের কার্টিলেজ ভেঙে আহত হন অমিতাভ। সেই সময় টানা কয়েক মাস ছিলেন বেড রেস্টে। চোট সঙ্গে নিয়েই ব্লগ ও সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন।

এর আগে, ২০২২ সালে দীপাবলির ঠিক আগে অমিতাভ জানিয়েছিলেন, পায়ের রগ কেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কেবিসির সেটে ঘটেছিল সেই দুর্ঘটনা। সেই সময় তাকে হাসপাতালেও যেতে হয়েছিল, ডাক্তাররা ক্ষতস্থান সেলাই করে দেয়।

সামনে অমিতাভকে দেখা যাবে প্রোজেক্ট কে চলচ্চিত্রে। এতে মূল ভূমিকায় অভিনয় করছেন প্রভাস ও দীপিকা পাড়ুকোন। আরও থাকছেন কমল হাসান।

মন্তব্য করুন