ইউএই ব্যুরো

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৪, ০১:০৮ এ এম

অনলাইন সংস্করণ

ইউএই-বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুবাইয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই দিন উদযাপন করা হয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রীয় সম্পর্র্কের সুবর্ণজয়ন্তী।

বুধবার সন্ধ্যায় দুবাইয়ের পাঁচ তারকা রাফেলস হোটেলের বলরুম দুবাই এবং উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটর উদ্যোগে এই আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাইয়ের উপ-পরিচালক রাশিদ আবদুল্লাহ আল-কাসিরসহ বিভিন্ন দেশের কূটনীতিক, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

হোটেলের প্রবেশদ্বারে ছিলো উষ্ণ অভ্যর্থনা। সকল অতিথি ও বিদেশি শুভানুধ্যায়ীদের উৎসবে স্বাগত জানান বাংলাদেশ দুবাই কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ও তার সহধর্মিনী আবিদা হোসেনসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও আমিরাতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

 পরে ইউএই ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক ও শেখ জায়েদ আল নাহিয়ানের সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎতের বিষয়বস্তুএকটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এরপর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কাটা ও নৈশভোজের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন