খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ৭ জানুয়ারী, ২০২৪, ০৪:২১ পিএম

অনলাইন সংস্করণ

একটিও ভোট পড়েনি রাঙামাটি ও খাগড়াছড়ির যেসব কেন্দ্রে

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি, পানছড়ি ও দীঘিনালা উপজেলার ১৯টি কেন্দ্রে সারাদিনে কোন ভোট পড়েনি। রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় তিন উপজেলার সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। রাঙামাটির ২১৩ কেন্দ্রের মধ্যে জেলার বাঘাইছড়ির দুটি কেন্দ্রে কোন ভোট পড়েনি। কেন্দ্র দুটি হলো- বাঘাইছড়ির বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দীঘিনালা উপজেলার রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ জানান, দুর্গম এলাকার তিনটি কেন্দ্রে কোন ভোটার ছিল না। তাই দিন শেষে শূন্য ভোট গণনা হয়েছে। কেন্দ্রগুলো হলো, বাবুছড়া ইউনিয়নের নুনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দীঘিনালা ইউনিয়নের ২নং বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে পোস্টাল ব্যালটের মাধ্যমে কোন ভোট পড়েছে কিনা সে ব্যাপারে এখনও কোন তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, লক্ষ্মীছড়ি উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ৫টি কেন্দ্রে কোন ভোট না পড়ার তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রগুলো হলো- বর্মাছড়ি ইউনিয়নের বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়, কুতুবছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীছড়ি ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় অতিদুর্গমে হওয়ায় হেলিসটি কেন্দ্র ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত ছিল।

পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের লোগাং করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। লতিবান ইউনিয়নের তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। লোগাং ইউনিয়নের ধুদুকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিষ্টমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় পানছড়ি (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়। পানছড়ি ইউনিয়নের লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়। লতিবান ইউনিয়নের দক্ষিণ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি মাত্র ভোট পড়েছে। ১১টি কেন্দ্রে শূন্য ভোট ও ১টিতে ১ ভোট পড়ার তথ্যটি নিশ্চিত করেছেন পানছড়ির সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ।

২০২৩ সালের ১২ ডিসেম্বর পানছড়ির লোগাংয়ের পূজগাংয়ে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি বিপুল চাকমাসহ ৪ জন নিহত হয়। এ ঘটনায় ভোট বর্জনের ডাক দেয় সংগঠনটি। প্রত্যন্তাঞ্চলে ভোট বর্জনে প্রচারণার পাশাপাশি ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠে সংগঠনটির বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জনগণ প্রহসনের একতরফা নির্বাচনকে বর্জন করেছে বলে দাবি করেন সংগঠনটির মুখপাত্র নিরন চাকমা। এ বিষয়ে কোন প্রতিক্রিয়া দেয়নি কোন প্রার্থী ও সংগঠন।

প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে এবার মোট ভোটার ছিল ৫ লাখ ১৫ হাজার ৪ শ ১৯ জন। আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি, জাতীয় পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২১৩ কেন্দ্রের মধ্যে জেলার বাঘাইছড়ির দুটি কেন্দ্রে কোন ভোট পড়েনি। কেন্দ্র দুটি হলো- বাঘাইছড়ির বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রোববার (৭ জানুয়ারি) সাতটার দিকে বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসার মো. আলফাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই কেন্দ্রে মোট ভোটার ৩১৯২ জন, যারমধ্যে পুরুষ ১৬৫১, মহিলা ১৫৪১। কেন্দ্রে ৭টি বুথ ছিল। এরমধ্যে পুরুষ ৪ টি, মহিলা ৩টি বুথ ছিল। সকাল থেকে আমরা ভোটারের অপেক্ষায় ছিলাম। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোন ভোটার আসেনি। কোনো প্রার্থীর পোলিং এজেন্টও ছিলেন না কেন্দ্রে।’

রাঙামাটির সাজেক ইউনিয়নের ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

রাঙামাটির আঞ্চলিক দল ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকা এবং হলিসর্টি কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল। ইউপিডিএফের নিয়ন্ত্রণাধীন এলাকায় ভোট প্রদানে বাধার অভিযোগ ছিলো আওয়ামী লীগের পক্ষ থেকে।

এই বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারবো না। অপেক্ষা করুন।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘একতরফা প্রহসনের নির্বাচন’ উল্লেখ করে পাহাড়ের বাসিন্দারা তা বর্জন করেছে উল্লেখ করে তাদের অভিনন্দন জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ এ কথা জানান।

পার্বত্যবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এটি হচ্ছে পাহাড়ে দীর্ঘদিন ধরে জারি থাকা অন্যায়-অবিচার, জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের বলিষ্ঠ প্রতিবাদ। অত্যাচারী শাসক ও তাদের দোসরদের বিরুদ্ধে পাহাড়ের নাগরিকদের গণ রায় ঘোষণা।’ 

মন্তব্য করুন