রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে, ২০২৪, ০২:১৭ পিএম

অনলাইন সংস্করণ

কক্সবাজার ও সুন্দরবন পর্যটনে বিনিয়োগ করতে চায় সিঙ্গাপুর

ছবি সংগৃহীত

বাংলাদেশের পর্যটন, পাট ও কৃষি খাতে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ।

সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের বৈঠকে হাইকমিশনার এ আগ্রহের কথা জানান।

বিডার বিজ্ঞপ্তিতে লোহর বক্তব্য তুলে ধরে বলা হয়, ‘বাংলাদেশে বিনিয়োগ করতে চায় সিঙ্গাপুর। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স হলে অনুষ্ঠিত বিডা ও সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধিদের এক আলোচনা সভায় এ কথা বলেন সিঙ্গাপুরের হাইকমিশনার মিস্টার ডেরেক লোহ।

এ সময়ে তিনি বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের প্রশংসা করে বলেন, স্বাধীনতার পর থেকে সিঙ্গাপুর উন্নয়নের সহযোগী হয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জড়িয়ে আছে।

‘বর্তমানে বাংলাদেশের ক্রম উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি চোখে পড়ার মতো, যা সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের বাংলাদেশে অধিক হারে বিনিয়োগ করার আগ্রহী করে তুলেছে। এ সময়ে তিনি পর্যটন, পাট ও কৃষি সেক্টরে বিনিয়োগে আগ্রহের কথা তুলে ধরেন এবং বিশেষ করে কক্সবাজার, সুন্দরবন সংলগ্ন পর্যটনভিত্তিক বিনিয়োগ আলোচনা করেন।’

মন্তব্য করুন