সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৪, ০৫:১৮ পিএম

অনলাইন সংস্করণ

কৃষি আবাদের পাশাপাশি চলুন গাছ লাগাই: এমপি আবদুর রশীদ

ছবি: রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষি আবাদের পাশাপাশি বাড়ীর আঙ্গিনায় রাস্তার ধারে গাছ লাগানোর আহব্বান জানালেন ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য মোঃ আবদুর রশিদ এমপি।

আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার সকালে উপজেলার আওনা ইউনিয়নের স্থল কাওয়ামারা এলাকায় উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত চিনাবাদাম প্রদর্শনীর মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে এ আহব্বান জানান।

ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহর সভাপতিত্ব, এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মোঃ মনির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,  সদস্য অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ প্রমুখ।

মন্তব্য করুন