চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুন, ২০২৪, ০৫:৫১ পিএম

অনলাইন সংস্করণ

চাঁদপুর জেলা পরিষদের উচ্ছেদ অভিযান

ছবি: রূপালী বাংলাদেশ

চাঁদপুর জেলা পরিষদের মালিকানাধীন বাবুরহাট বাজার এলাকায় ৮২ শতাংশ ভূমিতে স্থাপিত অবৈধ ৮৬ টি দোকান উচ্ছেদ করা হয়েছে। জেলা পরিষদ নিজস্ব ভূমিতে মার্কেট নির্মাণের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান কর্তৃপক্ষ।

শনিবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন। তিনি জানান, ২২ কোটি টাকা ব্যয়ে মার্কেট নির্মাণের প্রকল্প প্রস্তুত করেছে জেলা পরিষদ। সে লক্ষ্যে পরিচালনা করা হয় এই উচ্ছেদ অভিযান। মার্কেট নির্মাণ সময় লাগবে দুই বছর। মার্কেট নির্মাণ হলে পূর্বে লীজ নেওয়া ব্যবসায়ীরা অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ পাবেন জানান অভিযানে অংশ নেয়া জেলা পরিষদের এ কর্মকর্তা।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমরান হোসেন খাঁন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন