ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৪, ০৫:১১ পিএম

অনলাইন সংস্করণ

উপজেলা পরিষদ নির্বাচন

ঝিনাইদহ সদর ও কালিগঞ্জের ২৪ প্রার্থীর প্রতিক বরাদ্দ

ছবি: রূপালী বাংলাদেশ

আগামী ৮ই মে প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচনের জন্য ঝিনাইদহ সদর ও কালিগঞ্জ উপজেলা নির্বাচনের প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। িআজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় জেলা নির্বাচন অফিসের সম্মেলণ কক্ষে জেলা নির্বাচন অফিসার মোঃ মোখলেছুর রহমান এ সকল বৈধ প্রার্থীকে প্রতিক বরাদ্দ দেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রথম ধাপের এ নির্বাচনে ঝিনাইদহ জেলা সদর থেকে ১৪ জন এবং কালিগঞ্জ থেকে ১০ জন প্রার্থী ভিন্ন প্রতীকে উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সদর উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১৮ জন এর মধ্যে যাচায় বাছায় ও প্রার্থিতা প্রত্যাহার শেষে বৈধ প্রার্থী হয়েছেন চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন।

এর আগে সকল প্রার্থীদেরকে নির্বাচন কেন্দ্রীক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আজ দুপুর থেকে প্রার্থীদের প্রচারণার জন্য অনুমতিও প্রাদান করেন তিনি। 

প্রথম ধাপের এ নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ১৪ জন ও কালিগঞ্জ উপজেলা থেকে ১০ প্রার্থী বিভিন্ন প্রতিক নিয়ে ভিন্ন পদে লড়বেন।

মন্তব্য করুন